অভয়ার সঙ্গে ঝাড়গ্রামের হস্তিনী মৃত্যুর মতো অপরাধেরও বিচার চাইছেন কবির সুমন

বুধবার ফেসবুক প্রোফাইলে সুমন লেখেন, “সহ-নাগরিক সুশান্ত দাসের লেখা, কপি পেস্ট করলাম। তাঁর অনুমতি না নিয়েই।

September 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে চলছে আন্দোলন। জনৈক সুশান্ত দাসের পোস্ট শেয়ার করলেন কবীর সুমন। শুধু অভয়া নয়, ঝাড়গ্রামের হস্তিনী মৃত্যুর মতো অপরাধেরও বিচার চাওয়া হয়েছে ওই পোস্টে।

বুধবার ফেসবুক প্রোফাইলে সুমন লেখেন, “সহ-নাগরিক সুশান্ত দাসের লেখা, কপি পেস্ট করলাম। তাঁর অনুমতি না নিয়েই। এতদিনে একজনের কথা শুনলাম (পড়লাম) যা আমার বুকে বেজে চলেছে অথচ যা প্রকাশ করে উঠতে পারছি না। সালাম জানাই শ্রী সুশান্ত দাসকে। আমার অনুমান কেউ কেউ, হয়তো অনেকে এটারও শেষে ‘হা হা’ হাসির চিহ্ন দিয়ে নিজেদের বংশ পরিচয় দিতে বদ্ধপরিকর হবেন।”

সুমনের শেয়ার করা পোস্টে লেখা, “আমি বিচার চাই শুধু অভয়ার নয়। আমি বিচার চাই ২৩ বছরের যুবক রাজস্থানে খুন হয়ে যাওয়া সাবির মালিকের। আমি বিচার চাই নান্দুরে ক্লাস নাইনের ধর্ষিতা ছাত্রীটির। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যে কটা মায়ের কোল খালি হয়ে গেল তার বিচার চাই। গর্ভে থাকা যে শিশুটি ভূমিষ্ঠ হতে পারল না তার বিচার চাই। ঝাড়গ্রামে খুন হয়ে যাওয়া গর্ভবতী হস্তিনীটির বিচার চাই। আমার প্রতিবাদ এদের সকলের জন্য।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen