সামনে কালীপুজো, ডানা-র চিন্তায় উদ্বিগ্ন কুমোরটুলি

কালীপ্রতিমার বায়না দিয়েছেন, তাঁদের ঠিক সময় ডেলিভারি দেওয়ার চিন্তায় তাঁদের ঘুম উড়েছে।

October 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডানা আসছে, ঘুর্ণিঝড়ের জন্য রীতিমতো উদ্বিগ্ন কুমোরটুলি। সামনেই কালীপুজো, প্রতিমা তৈরির কাজ চলছে। ছড়িয়ে‑ছিটিয়ে রয়েছে মূর্তি তৈরির সরঞ্জাম। ঘুর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিলে সর্বনাশ। শিল্পীদের আশঙ্কা, অঘটন ঘটলে সব পণ্ড হয়ে যাবে। যাঁরা কালীপ্রতিমার বায়না দিয়েছেন, তাঁদের ঠিক সময় ডেলিভারি দেওয়ার চিন্তায় তাঁদের ঘুম উড়েছে।

কুমোরটুলি মৃৎশিল্পীদের কথায়, প্রকৃতির উপর কারও হাত নেই। যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে উদ্যোক্তদের প্রতিমা ডেলিভারি দিতে দেরি হয়ে যাবে। শিল্পীরা সর্তক। প্রতিরোধক হিসেবে ত্রিপল, প্লাস্টিক মজুত করে রেখেছেন তাঁরা। অনেক মৃৎশিল্পীই ইতিমধ্যে কিছু কিছু কালী প্রতিমা দোকান থেকে গোডাউনে পাঠিয়ে দিয়েছেন। যাতে কিছু হলে বড় কোনও ক্ষতি না হয়। ভগবানকে ডাকছেন তাঁরা। টিভি, রেডিও ও সংবাদপত্রে ঝড় নিয়ে প্রচারে উদ্বিগ্ন হয়ে পড়েছে কুমোরটুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen