Kali Puja 2025: কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৫৩: ২০ অক্টোবর কালী পুজো, আলোর উৎসবের সঙ্গে বাজি পোড়ানোতেও মাতবে মানুষ। বাজির ব্যবহারে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ (kolkata police)। আদালতের নির্দেশ মেনে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবলমাত্র অনুমোদিত ‘গ্রিন ক্র্যাকার্স’ অর্থাৎ পরিবেশবান্ধব বাজিই পোড়ানো যাবে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও।
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি থাকবে। ছট পুজোতে ২৮ অক্টোবর সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। অন্য বাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। বাড়ি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এই আদেশ জারি করেছে কলকাতা পুলিশ।
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সবুজ বাজিই কেবল অনুমোদিত। কলকাতা পুলিশের নগরপাল জানিয়েছেন, নির্দেশ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা পুলিশের গেজেট, সংবাদমাধ্যম এবং বিভিন্ন থানার নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনুমোদনহীন ও দূষণ সৃষ্টিকারী বাজি পোড়ানো, নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানো এবং উচ্চ শব্দের বাজি ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। প্রশাসনের আর্জি, আনন্দের উদযাপন যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না-করে, তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।