৪৮ বছরে পা মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো, মাতৃ আরাধনায় মগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

October 20, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: আজ দীপাবলি। আলোর উৎসবের সঙ্গে রাজ্যজুড়ে পালিত হচ্ছে শক্তির আরাধনা – কালীপুজো (Kali Puja)। আর এই পবিত্র দিনে নিজের বাড়ির পুজোয় মাতৃ আরাধনায় মগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছোটবেলায় মায়ের হাত ধরে যে পুজোর সূচনা, সেই ঐতিহ্য আজ ৪৮ বছরে পা দিল।

প্রতি বছরই মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো ঘিরে থাকে এক অনন্য আবহ। পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান তিনি নিজেই নিষ্ঠা ও আন্তরিকতায় পালন করেন। ভোগ রান্না থেকে শুরু করে অঞ্জলি, সন্ধিপুজো – সব কিছুতেই তাঁর সরাসরি অংশগ্রহণ থাকে। প্রতিবছর বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয় এই উৎসবে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ি সাজিয়ে তোলা হয়েছে দীপাবলির আলোয়। সন্ধ্যায় শুরু হয়েছে পুজো। সকন্যা হাজির হয়েছেন অভিষেকও। প্রতিবছরের মতো এবছরেও বাংলার মানুষের শক্তি, সুখ ও কল্যাণের জন্য প্রার্থনাও করেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen