মেঘ সরতেই উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা! কমেছে বৃষ্টি, পাহাড়ের দুর্যোগ কি তবে কাটল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৭: বৃষ্টি ধরেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়? পাহাড়ের পাশাপাশি ডুয়ার্স সহ সমতলেও কমেছে বৃষ্টি। রবিবার সন্ধ্যার পর থেকে আর বৃষ্টি হয়নি বহু জায়গায়। নদীগুলির জলস্তর অনেকটাই নেমে গিয়েছে। মেঘ সরতে কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়ার দেখাও মিলেছে। আবহাওয়া পরিষ্কার হওয়ায় পর্যটকেরা পাহাড় থেকে নামতে শুরু করেছেন। অন্যদিকে, শুরু হয়েছে স্বজনহারা, গৃহহীন মানুষগুলোর জীবনে ফেরা লড়াই।
শনিবার রাতের ভয়ঙ্কর পাহাড় আর নেই। সোমবার সকালে বদলে গিয়েছে পাহাড়। বৃষ্টি থেমে, মেঘ সরিয়ে উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। আজ সকাল থেকে আর বৃষ্টি হয়নি দার্জিলিং শহরে। শিলিগুড়ি সহ সমতলে সোমবার সকালে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও বেলা গড়াতে উধাও বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল, সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার ছাড়া কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।
আপাতত পর্যটকদের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানে বন্ধ রাখা হয়েছে। কোচবিহারের পরিস্থিতিও অনেকটাই ভাল। রবিবার বিকেল থেকে আর বৃষ্টি হয়নি কোচবিহারে। আলিপুরদুয়ারে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। সকাল থেকে সেখানে আর বৃষ্টি হয়নি। বৃষ্টি কমায় নদীগুলিতে জলস্তর নেমেছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক। মালদহেও বৃষ্টি হয়নি, পরিস্থিতি একেবারে স্বাভাবিক।