যাত্রা শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমণির

জি বাংলার (Zee Bangla) আসন্ন ধারাবাহিক পিলু

December 23, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

জি বাংলার (Zee Bangla) আসন্ন ধারাবাহিক পিলু (Pilu)। ২ মাস আগে ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। একেবারেই আনকোরা নতুন জুটিদের নিয়ে শুরু হচ্ছে এই ধারাবাহিক। ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের নায়ক গৌরব রায়চৌধুরি (Gourab Roy Choudhury) এই ধারাবাহিকের হাত ধরে বেশ কয়েক মাস পর আবার ক্যামেরার পর্দায় ফিরছেন। ধারাবাহিকের নায়িকা পিলু একেবারেই নবাগতা। নাম মেঘা দাঁ (Megha Dawn)। এছাড়াও শোনা যাচ্ছে এবার নাকি বন্ধ হওয়ার মুখে জি বাংলার আরেক ধারাবাহিক কৃষ্ণকলি (Krishnokoli)।

সম্প্রতি গ্র্যান্ড ফিনালের ধামাকাদার পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। এই রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন মেঘা। মেঘা এই রিয়েলিটি শো’য়ে চতুর্থ স্থান দখল করেছেন। নাচের জগতের মেগাইবার ধারাবাহিকে এক গায়িকার ভূমিকায় অভিনয় করবেন। প্রোমো দেখে উচ্ছ্বসিত ছিলেন দর্শক। এবার জানা গেল এই ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ।

চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে অবশেষে জানিয়ে দেওয়া হল পিলু ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ। একইসঙ্গে মন খারাপ হয়ে গেল করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের অনুরাগীদের। কারণ জানা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের টাইম স্লটেই আসছে নতুন ধারাবাহিক পিলু। ১০ই জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টায় সম্প্রচারিত হবে পিলু।

স্বভাবতই দর্শকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি এবার বন্ধই হয়ে যাবে রানী রাসমণি? নাকি টাইম স্লট বদলে নতুন কোনও সময়ে সম্প্রচার করা হবে ধারাবাহিক? আপাতত জানা যাচ্ছে বন্ধই হয়ে যাবে করুণাময়ী রানী রাসমণি। এযাবতকালে টিআরপি লিস্টে বেশ ভালো জায়গাতেই রয়েছে করুণাময়ী রানী রাসমণি। এই ভালোলাগাটুকু বজায় রেখে ১৫০০ পর্বে গিয়ে সসম্মানে বিদায় নিচ্ছে এই ধারাবাহিক।

চলতি বছরের জুলাই মাসে ‘রানীমা’র মৃত্যু অর্থাৎ দিতিপ্রিয়ার বিদায় বেলাতেও ধারাবাহিক বন্ধের প্রসঙ্গ উঠেছিল। তবে চ্যানেল কর্তৃপক্ষ ১৫০০ পর্বে গিয়ে ধারাবাহিকের ইতি টানার সিদ্ধান্ত নেয়। তাই ছয় মাসের জন্য নতুন চরিত্রদের আনা হয় ধারাবাহিক টানতে। অভিনেত্রী সন্দীপ্তা সেনকে আনা হয় সারদামণি হিসেবে। রামকৃষ্ণ এবং সারদামণির কাহিনী অবলম্বনে এগিয়ে চলে ধারাবাহিক। তবে এবার শোনা গেল নতুন বছরের শুরুতেই বিদায় নেবে করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব। তার বদলে জায়গা করে নেবে পিলু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen