কসবা কাণ্ড: চার্জ-গঠন সম্পন্ন, ২৭ জানুয়ারি থেকে শুরু বিচার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪৫: কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজে ছাত্রীকে গণধর্ষণের মামলায় বুধবার আলিপুর আদালতে চার্জ-গঠন সম্পন্ন হল। এবার বিচারের পালা। মামলায় চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। বিচারপ্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকে।
গণধর্ষণ-সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। মূল অভিযুক্ত ছাড়াও কলেজের আরও দুই পড়ুয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। অভিযোগপত্রে কলেজের এক নিরাপত্তারক্ষীর নামও উল্লেখ করেছিলেন তিনি। চারজনকেই পুলিশ গ্রেপ্তার করে। চার জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় চার্জ গঠিত হয়েছে। এই মামলায় মোট ৮৩ জন সাক্ষী রয়েছেন। ২৭ তারিখ থেকে তাঁদের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
উল্লেখ্য, তদন্তে নেমে মূল অভিযুক্ত ও নির্যাতিতার রক্তের নমুনা সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ডিএনএ পরীক্ষায় দু’জনের ঘটনাস্থলে উপস্থিতির প্রমাণ মিলেছে। আদালতে পুলিশ দাবি করে, নির্যাতিতার পোশাক থেকে সংগ্রহ করা রক্তের নমুনা ও মূল অভিযুক্তর শরীরের রক্ত নমুনার ডিএনএ রিপোর্ট মিলে গিয়েছে।