১০/১১ দিল্লি বিস্ফোরণ : পলাতক অভিযুক্ত চিকিৎসক মুজাফফর রাঠার, ইন্টারপোলের সাহায্য চাইল পুলিশ

November 15, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Delhi Blast) মামলায় মূল অভিযুক্তদের একজন, চিকিৎসক মুজাফফর রাঠার (Muzaffar Rathar) দেশ ছেড়ে পালিয়েছে বলে জানাল তদন্তকারী সংস্থা। অনুমান করা হচ্ছে, সে বর্তমানে আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। তাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের (Interpol) কাছে রেড কর্নার নোটিস জারি করার আবেদন করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)।

দক্ষিণ কাশ্মীরের কাজিগান্দের বাসিন্দা মুজাফফরের নাম উঠে আসে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al-Falah University) কয়েকজন চিকিৎসকের জিজ্ঞাসাবাদে। তদন্তে জানা যায়, ২০২১ সালে সে তুরস্কে গিয়ে প্রশিক্ষণ নেয় উমর নবি ও মুজাম্মিলের সঙ্গে। গত আগস্ট থেকেই সে দেশ ছাড়া হয়ে যায় এবং এরপর থেকেই তার হদিশ মেলেনি।

তদন্তকারীরা জানিয়েছেন, এখন মামলার দায়িত্বে রয়েছে এসআইএ (SIA)। তাই রাজ্য পুলিশ (State Police) সরাসরি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারে না। কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করার প্রক্রিয়া চলছে।

কয়েকদিন আগেই দিল্লির লালকেল্লা (Red Fort) এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দেশ। মৃত্যু হয় ১৩ জনের। ঘটনার পর সারা দেশে তল্লাশি শুরু হয় এবং একাধিক জায়গা থেকে চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়। এনআইএ (NIA) বাংলায় অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকেও আটক করেছে।

এদিকে, জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission) বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্ত চার চিকিৎসকের লাইসেন্স (License) বাতিল করেছে। তাঁদের মধ্যে রয়েছেন আদিল আহমেদ রাঠার, মুজাফফর আহমেদ, মুজাম্মিল শাকিল ও শাহিন সইদ। লাইসেন্স বাতিল হওয়ায় তাঁরা আর কোথাও চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen