নববধূ ক্যাটরিনা কপ্টারে চড়ে শ্বশুরবাড়ি পঞ্জাবে গেলেন

বিদেশী মেম এখন পাঞ্জাবের বধূ রাজস্থানের সবাই মাধবপুর সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় সাত পাকে বাঁধা পড়েছেন ভি-ক্যাট।

December 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

হংকংয়ে হয়েছিল তাঁর জন্ম। তারপর শৈশবে লন্ডনে কাটিয়েছেন।ক্যাটরিনার ব্রিটিশ পাসপোর্ট। মডেলিং থেকে বলিউড সফর শুরু। তার আগে সারাবিশ্ব ঘুরেছেন মায়ের সঙ্গে।১৮ বছর বয়সে ভারতে এসেছিলেন এই বলিউড অভিনেত্রী। বিশ্ববন্দিত ডিজাইনারদের হয়ে ramp এ হেঁটেছেন তিনি। ‘নমাস্তে লন্ডন’ বলিউড ছবিতে এক ব্রিটিশ মেয়ের সঙ্গে পাঞ্জাবি ছেলের বিয়ে হয়। যেখানে ব্রিটিশ মেয়ের চরিত্রে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং তার বিপরীতে অবশ্য ছিলেন অক্ষয় কুমার। এটা অবশ্য ছিল রিল লাইফে। ঘুরেফিরে রিয়েল লাইফে গতকাল ক্যাটের বিয়ে হলো বয়সে তাঁর চেয়ে ছোট আর এক পাঞ্জাবি বলিউড নায়ক ভিকি কৌশলের সঙ্গে।

বিদেশী মেম এখন পাঞ্জাবের বধূ রাজস্থানের সবাই মাধবপুর সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় সাত পাকে বাঁধা পড়েছেন ভি-ক্যাট।গতকাল বিয়ের পর আজ শুক্রবার সকালে প্রাইভেট হেলিকপ্টারের চড়ে ভেন্যু থেকে বেড়িয়ে পড়লেন শশুর বাড়ির উদ্দেশ্যে । হেলিকপ্টারে ওঠার সেই সমস্ত ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবের মেম নববধূ ক্যাটরিনা পড়েছেন একেবারে হালকা রঙের ফ্লোরাল প্রিন্টের সালোয়ার সুট। ভিকির পরনে ছিল গাড় নীল স্যুট। ওয়েডিং ভেন্যুর বাইরে ছিল পাপারাৎজিদের ভিড়। কপ্টারে জয়পুর বিমানবন্দরে নেমে তাঁরা সেখান থেকে যাবেন মুম্বই। বিয়ের পর এই প্রথম তাঁরা অনুরাগীদের সামনে আসবেন। এদিন কপ্টারে ওঠার সময় অবশ্য তাদের সঙ্গে পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি। কপ্টারের আশপাশে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। ‘বিগ ফ্যাট ওয়েডিং’ সেরে ভিকির হাত ধরে মেম পাঞ্জাবের নববধূ শ্বশুর বাড়ির পথে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen