সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে শার্লক হোমস অবতারে ধরা দিলেন কেকে মেনন

স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্রে কেকে মেনন৷

August 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় আসছেন শার্লক হোমস৷ স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্রে কেকে মেনন৷ তবে একটু অন্যরকমভাবে৷ বৃহস্পতিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় ও রোহান সিপ্পি পরিচালিত ‘শেখর হোম’ সিরিজের ট্রেলার৷ গোয়েন্দা কেকে মেননকে যোগ্য সঙ্গত দিতে পর্দায় হাজির ওয়াটসন তথা রণবীর শোরে৷ ১৪ অগস্ট জিও সিনেমায় আসছে ওয়েব সিরিজ ‘শেখর হোম’৷

শার্লক হোমসের অবতারে কেমন দেখাবে কেকে মেননকে? কাস্টিংয়ে মুখ্য ভূমিকায় অভিনেতার নাম শোনার পরই কৌতূহল প্রকাশ করেছিলেন গোয়েন্দা গল্পপ্রেমী দর্শকরা। শেষমেশ শুক্রবার সেই লুক প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক। পাজল-এর আকারে ধরা দিল মেননের শার্লক লুক। সৃজিত বলছেন, “আপনারা বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন?” উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা। তিনি কৌশিক সেন। গোটা কাস্টিংয়েই রয়েছে চমক!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen