কুকুরকে বাড়িতে দীর্ঘক্ষণ একা রাখার সমস্যা

কুকুরের মতো পোষ্যের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ পাহা়ারাদার থেকে পরিবর্তন হয়ে বন্ধুত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে।

April 9, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বাড়িতে সব সময়ের জন্য কেউ না থাকলে কুকুর পোষা উচিত নয়। যদি একান্তই পুষতে হয়, তা হলে একা থাকার অভ্যাস তৈরি করার জন্য তাকে সঠিক ভাবে প্রশিক্ষণ দিতে হবে। না হলে সে রেগে যেতে পারে।
কুকুরের মতো পোষ্যের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ পাহা়ারাদার থেকে পরিবর্তন হয়ে বন্ধুত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে। ইদানীং অনেক দম্পতি এবং একা মানুষ শিশু দত্তক নেওয়ার থেকে বেশি পছন্দ করছেন কুকুরকে বাড়িতে আনতে।


গবেষণার থেকে জানা গিয়েছে, আপনি তখনই বাড়িতে একটি কুকুর পুষতে পারেন, যখন আপনার বাড়িতে সারা দিনের জন্য কোনও কাজের লোক থাকছে। তাই যে সমস্ত চাকুরিরত দম্পতি কুকুর পুষতে চান, তাঁদের সামনে দু’টি রাস্তা খোলা আছে। একটি হল, কাজের লোক রাখা। আপনার কাজ হবে, এই কাজের লোকটির সঙ্গে আপনার পোষ্যের বন্ধুত্ব তৈরি করে দেওয়া। কিন্তু জরুরি হল আপনাকে সকালে এবং সন্ধেবেলা আপনার পোষ্যকে সময় দেওয়া।
দ্বিতীয় রাস্তাটি হল, আপনার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া। বাড়িতে যখন কুকুর প্রথম নিয়ে আসবেন, তখন অন্তত টানা সাতদিনের ছুটি নেবেন। ওই সাতদিনে আপনার কুকুরকে খেলার এবং চিবানোর জন্য যথেষ্ট খেলনা দেওয়া দরকার। আপনি যদি চাকুরিরত হন, তা হলে আপনাকে প্রথম-প্রথম কম সময়ের জন্য বাড়ির বাইরে যেতে হবে কুকুরকে একা রেখে। এই ভাবে ধীরে ধীরে আপনার অনুপস্থিতির সময় বাড়াতে থাকুন, যাতে সে একা থাকার অভ্যাস তৈরি করে নিতে পারে। ভুলেও কুকুরকে চেনে বাঁধবেন না। তাতে কুকুর আপনার উপর রেগে যেতে পারে।
গোড়া থেকেই যদি কুকুরকে কোনও প্রশিক্ষণ না দিয়ে একা রেখে দেন, তা হলে আপনার কুকুর ঘরে রাখা সমস্ত জিনিস নষ্ট করে দেবে। এটা তার রাগের বহিঃপ্রকাশ। তাই প্রশিক্ষণ দেওয়া জরুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen