৩৭-এ কিং কোহলি! বিরাটের জন্মদিনে সমাজমাধ্যম জুড়ে শুভেচ্ছা বার্তার বন্যা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫২: ভারতীয় ক্রিকেটের সম্রাট, আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আজ ৩৭-এ পা রাখলেন (৫ নভেম্বর, বুধবার)। ওয়েস্ট দিল্লির এক চঞ্চল কিশোর থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রেরণা হয়ে ওঠার গল্পটাই যেন এক সিনেমা! ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন তিনি, আর আজ সেই “মোটা-চেহারার ছেলেটা” হয়ে উঠেছেন বিশ্বের কোটি ভক্তের “কিং কোহলি”।
এ বছর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও কোহলির জনপ্রিয়তা ও প্রভাব কোনোভাবেই কমেনি। ১৮ বছর ধরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে খেলে গেছেন তিনি—একনিষ্ঠতার এক অনন্য উদাহরণ। ২০২৪ সালে অবশেষে তাঁর হাতে উঠেছে কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি, যা যেন তাঁর অধ্যবসায়ের সোনালি অধ্যায় সম্পূর্ণ করল।
কোহলির জন্মদিনে আরসিবি তাদের এক্স (X) হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় ছোট্ট বিরাটের সঙ্গে বর্তমান কিং কোহলির কাল্পনিক আলাপচারিতা। পোস্টে লেখা, “ছোট্ট বিরাট স্বপ্ন দেখেছিল, কিং কোহলি সেটি বাস্তব করল — আর পৃথিবী তাকিয়ে রইল বিস্ময়ে।” আরেকটি পোস্টে RCB পোস্ট করে লেখে, “যে মানুষ আবেগকে আগুনে, আর আগুনকে বিশ্বাসে রূপান্তরিত করেছে— শুভ জন্মদিন কিং কোহলি।”
সোশ্যাল মিডিয়া ভরে গেছে ভক্তদের শুভেচ্ছায় — #HappyBirthdayViratKohli ও #KingKohli ট্রেন্ড করছে সর্বত্র। এক ভক্ত লিখেছেন, “তিনি শুধু ক্রিকেট খেলেননি, তিনি বদলে দিয়েছেন ভারতীয় জার্সির মানে।” আরেকজন বলেন, “কখনও আগ্রাসন, কখনও আবেগ — কিন্তু সব সময়ই ‘ইন্ডিয়া ফার্স্ট’। বিরাট কোহলি, তুমি শুধু একজন খেলোয়াড় নও, তুমি এক অনুভূতি।”