রাঁচিতে কিং শো! ৫২-তম সেঞ্চুরি করলেন বিরাট

November 30, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৮: যেন ভিন্টেজ বিরাট কোহলি শো। একেবারে সাজানো ইনিংস। মেপে খেলা। কখনও মারলেন, কখনও ধরলেন, কখনও বা ছাড়লেন। কোনও তড়িঘড়ি নয়। অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিলেন। কোনওরকম ফাঁদে পা দিলেন না। একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫২-তম শতরান করলেন বিরাট। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে নজির গড়লেন তিনি।

২৮০ দিন পর শতরান করলেন বিরাট কোহলি। শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করেছিলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম শতরান করলেন তিনি। শীর্ষে আছেন সেঞ্চুরির সেঞ্চুরি করা সচিন, ১৭ ধাপ পিছিয়ে কোহলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen