KKR-এর অধিনায়ক হয়েই কালীঘাটে পুজো দিলেন রানা, ভাল খেলতে মরিয়া নাইটরা

ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গিয়েছে কেকেআরের অনুশীলন।

March 28, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে পুজো দিলেন KKR অধিনায়ক রানা, ছবি: টুইটার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোটের কারণে গোটা আইপিএল টুর্নামেন্টেরই অনিশ্চিত হয়ে পড়েছেন শ্রেয়স আইয়ার। ফলে তাঁর পরিবর্তে KKR তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে নীতীশ রানাকে। আর তারপরই মঙ্গলবার কালীঘাট মন্দিরে পৌঁছে যান নীতীশ রানা।

দায়িত্বটা যে বেশ কঠিন, তাও ভালই জানেন তিনি। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গিয়েছে কেকেআরের (KKR) অনুশীলন। তার ফাঁকেই আজ, মঙ্গলবার দুপুরে কালীঘাট মন্দিরে পৌঁছে যান রানা। দেন পুজো। দলের সাফল্যের জন্য প্রার্থনাও করেন। সঙ্গে ছিলেন কেকেআরের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও।

মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে পুজো দিলেন রানা, ছবি: টুইটার

অন্যদিকে নিজেদের নতুন জার্সি উন্মোচন করল নাইট রাইটার্স। গত বারের থেকে বেশ কিছুটা বদল রয়েছে এ বারের জার্সিতে। বেগুনির সঙ্গে সেখানে রয়েছে হলুদের ছোঁয়া।

গত কয়েক বছর কোভিডের কারণে হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হয়নি। গত বছর দু’টি প্লে-অফ ছাড়া কোনও ম্যাচ হয়নি ইডেনে। কিন্তু এ বার থেকে আবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। তাই আগে থেকেই প্রস্তুত ইডেন। ঘরের মাঠে ঘরের দর্শকদের সামনে ভাল করতে মরিয়া কেকেআর ক্রিকেটাররাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen