সামনে পুরভোট, এখনও নতুন রাজ্য কমিটি গঠন করে উঠতে পারেনি বিজেপি

সাধারণত নতুন রাজ্য সভাপতি নিয়োগ হলে তার অব্যবহিত পর দলের নয়া কমিটি তৈরি করে ফেলাই দস্তুর।

December 9, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

শিয়রে কলকাতা পুরভোট। কিন্তু তা সত্ত্বেও দলের নতুন রাজ্য কমিটি এখনও পর্যন্ত গঠনই করতে পারল না বিজেপি। যার জেরে প্রবল চাপে পড়ে গিয়েছে দলীয় নেতৃত্ব। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘দলের নতুন রাজ্য কমিটি প্রায় প্রস্তুত হয়েই গিয়েছে। শীঘ্রই তা ঘোষণা করা হবে।’ গত ২০ সেপ্টেম্বর আচমকাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বাংলায় দলের নয়া সভাপতি হিসেবে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করেন। তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষকে দেওয়া হয় বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব।

সাধারণত নতুন রাজ্য সভাপতি নিয়োগ হলে তার অব্যবহিত পর দলের নয়া কমিটি তৈরি করে ফেলাই দস্তুর। কিন্তু প্রায় আড়াই মাস কেটে গেলেও এখনও রাজ্য বিজেপিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে রাজ্য নেতৃত্বের উপর যেমন চাপ বাড়ছে, তেমনই জল্পনা বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক মহলেও। উল্লেখ্য, এর আগে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন, ডিসেম্বর মাসের গোড়াতেই পশ্চিমবঙ্গে নতুন রাজ্য কমিটি গঠন করবে বিজেপি। কিন্তু চলতি মাসের গোটা একটা সপ্তাহ কেটে গেলেও এখনও বিজেপির নতুন রাজ্য কমিটি গঠনের বিষয়টি সেই তিমিরেই রয়েছে। আর এনিয়েই প্রশ্ন উঠছে দলের অন্দরে। দলীয় নেতা-কর্মীদের বড় অংশের প্রশ্ন, সেক্ষেত্রে কি কলকাতা পুরভোটে নতুন রাজ্য কমিটি ছাড়াই লড়তে হবে বিজেপিকে? বিষয়টি নিয়ে এর আগে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়েছে দলের রাজ্য নেতাদের। নতুন রাজ্য কমিটিতে চূড়ান্ত অনুমোদনের জন্য দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করতেই হবে রাজ্য নেতৃত্বকে। সম্প্রতি জে পি নাড্ডার জন্মদিনে সংসদের দলীয় কার্যালয়ে সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুকান্তবাবু। কিন্তু ওইদিন সাংগঠনিক বিষয় নিয়ে জে পি নাড্ডার সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শীঘ্রই সাংগঠনিক ইস্যুতে সেই বৈঠক হতে পারে, এমনই জানা যাচ্ছে দলীয় সূত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen