IPL 2025: বাদ গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক, KKR-এর রিটেনশন তালিকায় কারা?
গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবং নীতিশ রানাকে রিলিজ করে দিল কেকেআর।
October 31, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিটেনশন তালিকা প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। মোট ছয় জনকে রিটেন করল কেকেআর। এবারের তালিকায় চমকের পর চমক। গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবং নীতিশ রানাকে রিলিজ করে দিল কেকেআর। দলে রাখা হল আন্দ্রে রাসেলকে।
IPL ২০২৫-র জন্য কাদের কত টাকায় দলে রাখল কেকেআর? দেখে নিন সম্পূর্ণ তালিকা
- রিঙ্কু সিংহ-১৩ কোটি।
- সুনীল নারিন – ১২ কোটি।
- বরুণ চক্রবর্তী – ১২ কোটি।
- রাসেল – ১২ কোটি
- হর্ষিত রানা – ৪ কোটি।
- রমনদীপ সিং – ৪ কোটি।
মোটের উপর গতবারের নিউক্লিয়াসটাই ধরে রাখল নাইটরা। এখনও কেকেআরের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। শেষপর্যন্ত কে হবে কলকাতার অধিনায়ক সেটাই দেখার।