KKR-এর অধিনায়কের দায়িত্ব সামলাবেন নীতীশ রানা, কেন তাঁর উপর ভরসা রাখল নাইটরা?

গত মরসুমে আইপিএলে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন নীতীশ।

March 27, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি: নীতিশ রানা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোটের কারণে গোটা আইপিএল টুর্নামেন্টেরই অনিশ্চিত হয়ে পড়েছেন শ্রেয়স। ফলে তাঁকে বাদ দিয়েই ঘর গোছাতে শুরু করে শাহরুখ খানের দল। তারপর থেকেই জল্পনা চলছিল, শ্রেয়সের পরিবর্তে কাকে কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে।
KKR-এর অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, লিটন দাস এমনকি, রিঙ্কু সিংহও। তবে শেষপর্যন্ত সবাইকে ছাপিয়ে নেতৃত্বের দায়িত্ব পেলেন নীতীশ রানা। KKR-এর তরফে টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।


সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দিল্লি দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন রানা। ফলে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে কেকেআরের জার্সিতে খেলছেন তিনি। এবং গোটা মরশুম তাঁকে পাওয়াও যাবে। তাই দল পরিচালনার গুরুভার রানাকেই দেওয়া হল বলে মনে করছেন অনেকে।


গত মরসুমে আইপিএলে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন নীতীশ। ১৪ ম্যাচে ৩৬১ রান করেন। দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen