Kolkata Metro: ব্লু লাইনের আধুনিকীকরণে নামল কলকাতা মেট্রো, বাড়ছে নিরাপত্তা ও যাত্রী সুবিধা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: কলকাতা মেট্রো ব্লু লাইনে (Kolkata Metro Blue Line) ব্যাপক আধুনিকীকরণের কাজে হাত দিয়েছে। মেট্রোর আদি পথকে আরও যাত্রী-বান্ধব, কার্যকর ও নিরাপদ করতে একাধিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বিস্তৃত এই করিডরের পুরনো ব্যবস্থাগুলিকে ধীরে-ধীরে বদলে নতুন প্রযুক্তির দ্বারা সাজানো হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে মোট সাতটি নতুন ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হবে। কালিঘাট, নেতাজি ভবন, ময়দান, এসপ্ল্যানেড, এমজি রোড, শোভাবাজার সুতানুটি এবং বেলগাছিয়া ও শ্যামবাজারের মাঝখানে। এগুলো চালু হলে ব্লু লাইনের প্রায় প্রতিটি স্টেশনের সঙ্গে ট্র্যাকশন সাবস্টেশন যুক্ত থাকবে, ঠিক যেমন এখন জোকা-মাঝেরহাট রুট এবং কবি সুভাষ থেকে বেলেঘাটার ক্ষেত্রে রয়েছে।
একইসঙ্গে স্টেশন ও টানেলের ভেন্টিলেশন।এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থারও বড়সড় সংস্কার করা হচ্ছে। বহু বছর ধরে ব্যবহৃত পুরনো ফ্যানগুলিকে বদলে বসানো হচ্ছে শক্তিশালী অ্যাক্সিয়াল ফ্যান, যা দু’ঘণ্টার মধ্যে ২৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তপ্ত বাতাস সামলেও কাজ করতে সক্ষম।
টানেলের ভেতরে আগুন বা ধোঁয়া দেখা দিলে বা আশপাশের তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বা ভূগর্ভের তাপমাত্রা নির্দিষ্ট সীমার ওপরে উঠলে এই ফ্যানগুলি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। সব মিলিয়ে যাত্রীদের নিরাপত্তা এবং প্রতিদিনের যাতায়াতকে আরও নির্ভরযোগ্য করতে বহুস্তরীয় আপগ্রেডের মাধ্যমে ব্লু লাইনকে নতুন রূপে সাজাচ্ছে কলকাতা মেট্রো।