Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! বাড়ছে মেট্রো সংখ্যা
বন্ধ হয়ে গেছে কবি সুভাষ মেট্রো স্টেশন। ভোগান্তি যাত্রীদের।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৮: বন্ধ হয়ে গেছে কবি সুভাষ মেট্রো স্টেশন। ভোগান্তি যাত্রীদের। কিন্তু এরই মাঝে সুখবর দিলো মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া, শিয়ালদহ ও জোকা রুটের মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন, সোমবার থেকে মিলবে আগে ও বেশি ট্রেন।
আগামী সোমবার, ১১ আগস্ট থেকে হাওড়া ময়দান–এসপ্ল্যানেড (Howrah-Esplanade), শিয়ালদহ–সল্টলেক সেক্টর ফাইভ (Sealdah – Saltlake sector V) এবং জোকা–মাঝেরহাট (Joka – Majherhat) রুটে পরিষেবার সময়সূচি ও সংখ্যায় বড় পরিবর্তন আসছে।
হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুট:
প্রথম মেট্রো: সকাল ৬টা ৩০ মিনিটে, আগে যা ছিল সকাল ৭টা।
চারটি নতুন পরিষেবা যোগ হয়ে আপ-ডাউন মিলিয়ে মোট মেট্রো চলবে ১৩৪টি।
রবিবার পরিষেবায় কোনও পরিবর্তন নেই।
শিয়ালদহ–সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১)
পরিষেবা সংখ্যা ১০৬ থেকে বেড়ে হবে ১০৮টি।
শিয়ালদহ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৫ মিনিটে (আগে ৬টা ৫৫ মিনিট)।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ৭টা)।
শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।
রবিবার কোনও পরিষেবা চলবে না।
জোকা–মাঝেরহাট রুট
মেট্রো সংখ্যা ৭২ থেকে বেড়ে হবে ৮০টি।
জোকা থেকে প্রথম মেট্রো:
সকাল ৬টা ৫০ মিনিটে (আগে ৮টা)
মাঝেরহাট থেকে প্রথম মেট্রো: সকাল ৭টা ১৪ মিনিটে (আগে ৭টা ৫৭ মিনিট)।
জোকা থেকে শেষ মেট্রো: রাত ৮টা ৩৬ মিনিটে (আগে ৮টা ১৫ মিনিট)।
মাঝেরহাট থেকে শেষ মেট্রো: রাত ৮টা ৫৭ মিনিটে (আগে ৮টা ১৫ মিনিট)।
শনিবার ও রবিবার কোনও পরিষেবা চলবে না।
নতুন সময়সূচি কার্যকর হলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের। পাশাপাশি, আরও আয় বাড়বে মেট্রোর তা বলাই বাহুল্য।