Kolkata Metro: পুজো মিটতেই ফের মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে বন্ধ পরিষেবা
October 7, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২২: আবারও মেট্রো বিভ্রাট! পুজো মিটতেই শুরু হল এক রোগ। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার জেরে ব্লু লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বহু মানুষ দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় চাপেন। মেট্রো চলাচল বন্ধ হওয়ায় তাঁরা সমস্যা পড়েছেন।
অন্যদিকে, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বর্তমানে মেট্রো চলছে বলে জানা যাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। লক্ষ্মীপুজোর পর আজ সপ্তাহের কাজের দিন।
চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ক্রমে কলকাতার লাইফ লাইন মেট্রো শহরের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।