জলের নীচের অপরাধ অনুসন্ধানে অত্যাধুনিক ড্রোন কিনছে কলকাতা পুলিশ
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে ড্রোন কেনার প্রস্তুতি শুরু করেছে লালবাজার।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খুনের পর অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টায় অনেক সময় মৃতদেহ নদী, খাল-বিল বা জলার তলায় লুকিয়ে রাখার প্রবণতা দেখা যায় অপরাধীদের মধ্যে। ডুবুরি নামিয়ে জলের নীচ থেকে দেহ খুঁজতে গিয়ে কালঘাম ছোটে পুলিশদের। এ সমস্যার সমাধানে অত্যাধুনিক ড্রোন আনছে কলকাতা পুলিশ। যা জলের ৩৩০ ফুট নীচে পৌঁছে ছবি আর ভিডিও তুলতে পারবে। ‘আন্ডার ওয়াটার ড্রোন’-টি জলের নীচে অবশ্য রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এটি রিমোট অপারেটেড ভেহিকেল হিসেবে কাজ করবে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে ড্রোন কেনার প্রস্তুতি শুরু করেছে লালবাজার।
লালবাজারের দাবি, আগামী দিনে কলকাতায় জলের নীচের অপরাধের পুনরাবৃত্তি হলে দেহ উদ্ধারের কাজ আরও সহজ হবে। দ্রুত কাজ সম্পন্ন হবে। সে’কারণেই ড্রোন কেনার পরিকল্পনা করা হচ্ছে। যাত্রীবাহী নৌকাডুবির মতো ঘটনা ঘটলেও এই ড্রোন ব্যবহার করা যাবে বলে জানা যাচ্ছে।