কাশীপুর কাণ্ডে ৩ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের

কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুকাণ্ডে নতুন করে রহস্য দানা বেঁধেছে একটি রহস্যময় গাড়িকে ঘিরে।

May 8, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

কাশিপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় সিট গঠন করল কলকাতা পুলিশ। রাজ্য সরকারের তরফে ৩ সদস্যের সিট গঠন করা হয়েছে আজ। হোমিসাইড, চিৎপুর থানার আধিকারিক মিলে SIT গঠিত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করছে সিটের তদন্তকারী দলের আধিকারিকরা।

রবিবার ঘটনাস্থল পরিদর্শনের পরে অর্জুন চৌরাসিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর দাদার সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। অর্জুন চৌরাশিয়ার মোবাইলের পাসওয়ার্ড, ই-মেল জানা থাকলে সেটা তদন্তকারীদের দেওয়ার জন্য পরিবারকে নোটিশ দিয়েছে সিট।

অন্যদিকে, কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুকাণ্ডে নতুন করে রহস্য দানা বেঁধেছে একটি রহস্যময় গাড়িকে ঘিরে। মৃতের বড় দাদার দাবি, বাড়ির সামনের রাস্তায় ঘটনার রাতে এসেছিল চার চাকার একটি গাড়ি।

অর্জুন চৌরাসিয়ার বড় দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি, “ঘটনার দিন রাতে একটা গাড়ি এসেছিল ওই গাড়িটি সকালে দেখি ব্রিজের দিকে থেকে এসে আমাদের বাড়ির দিকে দাঁড়িয়েছে। সন্দেহ করছি ওই গাড়িতে কেউ কি এসেছিল? চিৎপুর থানার পুলিশকে আমরা গোটা বিষয়ে জানিয়েছি মৌখিক ভাবে।” তিনি জানান, “ভাইদের মধ্যে ঝামেলা ছিল না। অর্জুন মাঝে মধ্যে বেরোত অফিস থেকে এসেই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen