পুজোর ভিড়ে দলছুট হয়েছেন? ডায়াল করুন 9163737373 নম্বরে
পুজোর দিনগুলিতে বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত এই নম্বর চালু থাকবে। ভিড়ের মধ্যে দল ছাড়া হয়ে পড়লে বা আত্মীয় পরিজনকে খুঁজে না পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই এই হেলপলাইন নম্বরে ফোন করা যাবে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই নম্বর সচল থাকবে।

অতিমারি কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে দুর্গাপুজো। উৎসবের আনন্দে মেতে উঠেছে বাঙালি। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঠাকুর দেখার প্ল্যান সেরে ফেলেছেন অনেকেই। ষষ্ঠী-সপ্তমী, অষ্টমী নবমীতে কে কোন ঠাকুর দেখবেন সেই ছক কষা চলছে। কিন্তু, ভিড়ের মধ্যে দলছুট হয়ে গেলে কী হবে? হঠাৎ করেই যদি প্রিয় মানুষটির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়? জনপ্লাবনে কোথায় খুঁজবেন তাকে, বা ভিড়ের যদি আপনার ছোট্ট সন্তান হারিয়ে যায়, কী করবেন?
দর্শনার্থীদের দলছুট হওয়ার আশঙ্কা নিরসণ করতে, বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার এক বিশেষ পরিষেবা চালু করল। কলকাতা পুলিশের তরফে একটি হেলপলাইন নম্বর (Helpline Number) চালু করা হয়েছে। নম্বরটি হল 9163737373, পঞ্চমী থেকে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। পুজোর দিনগুলিতে বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত এই নম্বর চালু থাকবে। ভিড়ের মধ্যে দল ছাড়া হয়ে পড়লে বা আত্মীয় পরিজনকে খুঁজে না পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই এই হেলপলাইন নম্বরে ফোন করা যাবে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই নম্বর সচল থাকবে।