হাই কোর্টের নির্দেশে ২১ জুলাই যান নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

ট্র্যাফিক ব্যবস্থাপনায় জোর দিতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই যান নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি হয়েছে।

July 19, 2025 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৩: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের কর্মসূচি। এদিন কলকাতার যান চলাচলে নিয়ন্ত্রণে কড়া নজরদারি চালাবে পুলিশ। এই কর্মসূচির দিনে শহরে যানজট এড়াতে আগেভাগেই পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

শুক্রবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও ভাবেই যানজট হওয়া চলবে না। সেই নির্দেশ অনুযায়ী ট্র্যাফিক ব্যবস্থাপনায় জোর দিতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই যান নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি হয়েছে।

পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী সোমবার, ২১ জুলাই, শহরের কোন কোন রাস্তায় কতক্ষণ ধরে কী কী বিধিনিষেধ কার্যকর থাকবে। ওই দিন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা ও ঘুরপথের ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছে পুলিশ। জনসাধারণকে এই বিষয়ে সতর্ক থাকার এবং যথাসম্ভব বিকল্প রাস্তায় যাতায়াত করার পরামর্শও দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত কর্মসূচিকে ঘিরে শহরে যানজট এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থার কথা জানাল কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রিবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব রাস্তায় যান নিয়ন্ত্রিত থাকবে, সেগুলি হল:

আমহার্স্ট স্ট্রিট: এই রাস্তায় শুধুমাত্র উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল অনুমোদিত হবে।

বিধান সরণি: কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত অংশে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

কলেজ স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রিত হবে।

ব্রাবোর্ন রোড: উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

স্ট্র্যান্ড রোড: হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিবি গাঙ্গুলি স্ট্রিট: পূর্ব থেকে পশ্চিমমুখী যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

বেন্টিঙ্ক স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণের আওতায় থাকবে।

নিউ সিআইটি রোড: পশ্চিম থেকে পূর্বগামী যানবাহনে বিধিনিষেধ থাকবে।

রবীন্দ্র সরণি: বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত অংশে যান চলাচলে নিয়ন্ত্রণ কার্যকর হবে।

এই নির্দেশ অনুযায়ী পুলিশ পর্যাপ্ত বিকল্প রুট এবং ঘুরপথের ব্যবস্থা করেছে বলেও জানানো হয়েছে। জনসাধারণকে ওই দিন গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগেভাগে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শহরের যাত্রাপথে কোনও ধরনের ভোগান্তি না হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। তবে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে কিছু জরুরি পরিষেবা-সংক্রান্ত গাড়িকে। যেমন—

  • এলপিজি গ্যাস সিলিন্ডার বহনকারী গাড়ি
  • মাছ ও মাংস পরিবহণকারী যানবাহন
  • প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে আসা গাড়ি

এই সিদ্ধান্ত মূলত শহরের কেন্দ্রস্থলে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। জনসাধারণকে সেই দিন জরুরি প্রয়োজনে শহরে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন জানিয়েছে কলকাতা ট্র্যাফিক বিভাগ।

এদিন গাড়ি পার্কিংয়ের উপরেও কড়া নজরদারি ঘোষণা করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে না। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় থাকবে পার্কিং নিষেধাজ্ঞা। যে সমস্ত রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে, সেগুলি হল:

  • হেস্টিংস ক্রসিং
  • ক্যাথিড্রাল রোড
  • হসপিটাল রোড
  • লাভার্স লেন
  • ক্যাসুরিনা অ্যাভিনিউ

এই রাস্তাগুলিতে যানবাহন দাঁড় করানো বা পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, পার্কিং সংক্রান্ত এই বিধিনিষেধ মূলত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার জন্যই নেওয়া হয়েছে। জনসাধারণকে শহরে গাড়ি নিয়ে বেরোনোর আগে সতর্ক থাকতে এবং নির্দিষ্ট পার্কিং এলাকা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। ধর্মতলার দিকে মিছিল এলে ট্র্যাফিক ঘোরানো হতে পারে, ট্রাম-গাড়ি দাঁড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার।

লালবাজার সূত্রে খবর, মিছিল ধর্মতলার দিকে যেসব রাস্তায় দিয়ে অগ্রসর হবে, সেগুলিতে কোনও ট্রাম বা অন্য যানবাহনকে রাস্তার ধারে দাঁড়াতে দেওয়া হবে না।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বুঝে যে কোনও সময় সাময়িক ভাবে যানবাহনকে ঘুরপথে পাঠানো হতে পারে। বিশেষ করে যেসব বড় রাস্তা দিয়ে গাড়ি শহরের কেন্দ্রে ঢুকছে, সেইসব গাড়িকে প্রয়োজন পড়লে ছোট রাস্তায় ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে সমস্ত ক্ষেত্রেই পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং জনসমাগম বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে বিষয়ে সচেষ্ট থাকবে পুলিশ। তবে নাগরিকদেরও অনুরোধ করা হয়েছে, তারা যেন ওই দিন শহরের কেন্দ্রস্থলে যাত্রাপথ পরিকল্পনা করে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে চলাফেরা করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen