বাংলার মুকুটে নয়া পালক, রামানুজন পুরস্কার পেলেন কলকাতার গণিতজ্ঞ

বরানগরের ডানলপ অঞ্চলের খালসা হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন নীনা। এরপর কলকাতার বেথুন কলেজ থেকে অঙ্কে স্নাতক হন তিনি। এরপর ISI থেকেই মাস্টার্স ও পিএইচডি অর্জন করেন তিনি। এরপর ISI-তেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন নীনা।

December 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ফের একবার সেরার শিরোপা কলকাতার Indian Statistical Institute-এর মাথায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের এক অধ্যাপক নীনা গুপ্তা পেলেন অত্যন্ত সম্মানীয় ‘Ramanujan Prize for Young Mathematicians’ পুরস্কার। তিনিই চতুর্থ ভারতীয় যাকে এই পুরস্কার প্রদান করা হল। বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে থেকে এই পুরস্কারের জন্য নীনার নাম চূড়ান্ত করা হয়। Algebraic Geometry and commutative algebra নিয়ে তাঁর কাজের জন্য এই পুরস্কার অর্জন করেন তিনি। যে চারজন ভারতীয় এই পুরস্কার জিতেছেন, তার মধ্যে তিনজনই এই Indian Statistical Institute-এর অধ্যাপক।

যে সকল গণিতবিদদের বয়স ৪৫ বছরের কম, কিন্তু তাঁরা গণিতে নতুন দিগন্ত খুলে দিয়েছেন, এমন গণিতবিদদের এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। মোট তিনটি সংস্থা মিলে এই পুরস্কার প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে Abdus Salam International Centre for Theoretical Physics (ICTP), ভারত সরকারের Department of Science and Technology(DST) এবং International Mathemetical Union(IMU)।

সারা বিশ্বের প্রথমসারির গণিতবিদদের নিয়ে তৈরি এই পুরস্কারের বিচারকমণ্ডলী। অঙ্কে নীনার কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। এর আগে, ২০১৯ সালে তাঁর কাজের জন্য Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology পুরস্কারেও সম্মানিত হন তিনি। এছাড়াও, আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে Indian National Science Academy-র Young Scientist Award।

বরানগরের ডানলপ অঞ্চলের খালসা হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন নীনা। এরপর কলকাতার বেথুন কলেজ থেকে অঙ্কে স্নাতক হন তিনি। এরপর ISI থেকেই মাস্টার্স ও পিএইচডি অর্জন করেন তিনি। এরপর ISI-তেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন নীনা।

তবে, এত সাফল্যের পরও আক্ষেপ থেকে গিয়েছে তাঁর মনে। অঙ্কের সবচেয়ে সম্মানীয় পুরস্কার ফিল্ডস মেডেল অধরাই থেকে গেছে তাঁর। ৩৭ বছর পেরিয়ে যাওয়ার ফলে আর এই পুরস্কার পাবেন না তিনি। তবে তিনি আশাবাদী যে তাঁর জীবনকালেই কোনও ভারতীয়র হাতে উঠবে এই পুরস্কার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen