বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন, জ্বলছে ট্রেনের কামরা
বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন, জ্বলছে ট্রেনের কামরা
August 4, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার আগুন লাগল কোরবা এক্সপ্রেসে। জানা যাচ্ছে, রবিবার সকালে বিশাখাপত্তম স্টেশনে দাঁড়িয়ে ছিল কোরবা এক্সপ্রেস, তখনই আগুন লেগে যায়। তিনটি কামরায় আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।