যেন বাংলাদেশের ছায়া! ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

ভয়ংকর হয়ে উঠল নেপালের গণবিদ্রোহের আগুন।

September 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৯: ভয়ংকর হয়ে উঠল নেপালের গণবিদ্রোহের আগুন। ছাত্র-যুবদের আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী কাঠমান্ডু সহ নেপালের একাধিক শহরে। প্রবল বিক্ষোভের মুখে ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার যে বিদ্রোহ তাঁর বিরুদ্ধে শুরু হয়েছিল, তা বৃহদাকার নেয় আজ, মঙ্গলবার। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য আবেদন করেন। তারপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন কেপি শর্মা ওলি।

সোমবার জনরোষে কোণঠাসা হয়ে পড়ে নেপাল সরকার। গভীর রাতে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও নেওয়া হয়। তাতেও জনতার রোষ কমেনি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর পর এদিন উপপ্রধানমন্ত্রী সহ নয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, শক্তি ও জলসম্পদ মন্ত্রী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ইস্তফা দিতে বললেন সেদেশের সেনাপ্রধান। সেই দাবি মেনে ইস্তফাও দিয়ে দিলেন তিনি। এমনটাই দাবি, নেপালি সংবাদমাধ্যমের।

জানা যাচ্ছে, মন্ত্রীদের সেনা হেলিকপ্টারে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর বন্ধ। বাতিল সমস্ত উড়ান। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। নেপালি সংবাদমাধ্যমের দাবি, দ্রুতই দেশ ছেড়ে চলে যেতে পারেন প্রধানমন্ত্রী। নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু পৌড়েলকে মারধর করা হচ্ছে বলে শোনা গিয়েছে। সংসদ ভবনের সমস্ত গেট খুলে দিয়েছে সেনা। ঢুকে পড়ছে উন্মত্ত জনতা। এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি, এভাবেই ২০২৪ সালের আগস্টে ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen