সাতশো বছর পর নদীয়ায় শুরু হল ‘কুম্ভমেলা’

শুক্রবার থেকে ভাগীরথীর তীরে কল্যাণীর মাঝের চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে শুরু হল বিশাল মেলা

February 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার থেকে ভাগীরথীর তীরে কল্যাণীর মাঝের চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে শুরু হল বিশাল মেলা। ৭০৪ বছর পর ফের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে প্রথম থেকেই মেলা বসত। পরবর্তীতে মেলাটি বন্ধ হয়ে যায়। এবার বঙ্গ কুম্ভ পরিষদের হাত ফের আবারও শুরু হল ঐতিহ্যবাহী মেলাটি। সুদীর্ঘ ৭০৪ বছর পর আবার মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণেই বিশালাকারে মেলার আয়োজন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি অবধি, মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলার একদিকে রয়েছে মাঝের চর গঙ্গার ঘাট এবং অন্যদিকে রয়েছে ত্রিবেণী গঙ্গার ঘাট।

মনে করা হচ্ছে, বাংলার নানান প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় জমাতে পারেন। মেলায় সারাদেশ থেকে প্রায় ২ হাজার নাগাসাধুর অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। মেলার পাশাপাশি তিনদিন ধরে বিশ্বশান্তি যজ্ঞ চলবে। হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবর্ষণের ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যেই মেলাকে ঘিরে পুণ্যার্থীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen