হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণর মুখে কুণাল কামরা, পাশে দাঁড়ালেন মহুয়া
কুণালের একটি ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছে হিন্দুত্ববাদী দুটি সংগঠন।
Authored By:

বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় কৌতূক শিল্পী কুণাল কামরার। হিন্দু দেবদেবী ও সংস্কৃতিকে অপমান করার অভিযোগে এবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের আক্রমণের মুখে কুণাল। তাঁর শো বয়কটেরও ডাক দিয়েছে হিন্দুত্ববাদী এই দুই সংগঠন।
কুণালের একটি ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছে হিন্দুত্ববাদী দুটি সংগঠন। তবে চাপের কাছে নতি স্বীকার না করে বিশ্ব হিন্দু পরিষদকে খোলা চিঠি লিখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জনপ্রিয় এই কৌতূক শিল্পী। টুইটারে কুণাল লিখেছেন, তাঁর ভিডিওতে হিন্দু ধর্মকে নয়, বরং সরকারেরই সমালোচনা করেছিলেন তিনি। কটাক্ষের সুরে তিনি বলেন, সরকারের পোষ্য না হলে সেই ভিডিও কারওর খারাপ লাগার কথা নয়। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদকে একহাত নিয়ে কুণাল বলেন, সংগঠনের নাম থেকে ‘বিশ্ব’ শব্দটি সরানো হোক অবিলম্বে। কারণ তিনি মনে করেন, হিন্দুধর্ম রক্ষার ভার ওই সংগঠনেকে আদৌ দেননি এ বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীরা। নিজেকে বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের থেকে অনেক বড় মাপের হিন্দু বলেও দাবি করেছেন এই কৌতূকশিল্পী। গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন নিয়েও সংগঠনটিকে এক হাত নেন কুণাল।