স্বস্তিতে কুণাল, মাদ্রাজের পর বম্বে উচ্চ আদালতের রক্ষাকবচ কৌতুকশিল্পীকে

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে মজার ছলে গদ্দার বলায় কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে মুম্বইতে মামলা দায়ের হয়।

April 17, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাদ্রাজ হাইকোর্টের পর বম্বে হাইকোর্টেও স্বস্তি পেলেন কুণাল কামরা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে মজার ছলে গদ্দার বলায় কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে মুম্বইতে মামলা দায়ের হয়। বুধবার, মামলার শুনানিতে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন কৌতুকশিল্পী। বম্বে হাই কোর্ট জানিয়েছে, ওই মামলায় কুণালকে গ্রেপ্তার করার কোনও প্রয়োজন নেই।

বিচারপতি সারাং কোটওয়াল ও শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির পর বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, এখনই কুণাল কামরাকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই। আদালত জানিয়েছে, চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত আবেদনকারীকে গ্রেপ্তার করা যাবে না। যেহেতু, ভারতীয় আইনের ৩৫ (৩) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে তাই গ্রেপ্তারির প্রয়োজন নেই এবং সম্পূর্ণ ঘটনার পর্যবেক্ষণ করার পরে গ্রেপ্তারির প্রসঙ্গও আসছে না।

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক অনুষ্ঠানে শিব সেনার ভেঙে যাওয়াকে ব্যাঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিন্দেকে গদ্দার বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শিন্দে সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। মহারাষ্ট্র, তামিলনাড়ু মিলিয়ে একাধিক জায়গায় দায়ের হয় মামলা। মাদ্রাজ উচ্চ আদালতে জামিনের আবেদন করে ছাড়পত্র পেয়েছিলেন কুণাল। এবার বম্বে হাই কোর্টের নির্দেশেও কুণাল স্বস্তি পেলেন।

কুণালের অভিযোগ, মাদ্রাজ হাই কোর্টে জামিন পেলেও তাঁকে গ্রেপ্তার করার জন্য উঠেপড়ে লেগেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় এফআইআর দায়ের হয়েছে। তাঁকে তলব করে সমনও পাঠায় মুম্বই পুলিশ। অভিযোগ থেকে রেহাই পেতে তামিলনাড়ুর ভানুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদলতে জামিনের আবেদন করেন তিনি। কৌতুকশিল্পীকে আগাম জামিন দিয়েছে আদালত। ট্রানজিট অ্যান্টিসিপেটারি বেল পেয়েছিলেন কুণাল। অর্থাৎ যে থানায় তাঁর বিরুদ্ধে মামলা, সেই থানার এলাকার বাইরে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। মুম্বই পুলিশ কোনওভাবেই কুণালকে গ্রেপ্তার করতে পারবে না। এবার বম্বে উচ্চ আদালতও জানাল, কৌতুকশিল্পীকে গ্রেপ্তারের প্রয়োজন নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen