শ্রমিকদের কাজের সময়সীমা বেড়ে হতে চলেছে ১২ ঘন্টা?
করোনার প্রকোপ থেকে বাঁচতে সম্প্রতি তৃতীয় ধাপের লকডাউন ঘোষনা করেছে ভারত সরকার। কিন্তু এই লকডাউন একবার উঠে গেলেই ফিরে আসতে পারে শ্রমিকদের দীর্ঘ সময়ব্যাপী কাজ। অন্তত ৬টি রাজ্য এমনই নির্দেশিকা জারি করেছে। বর্তমানে শ্রমিকদের কাজ করার সময়সীমা দিনে ৮ ঘন্টা। কিন্তু লকডাউনের পর তা বেড়ে হতে পারে ১২ ঘন্টা।
Authored By:
করোনার প্রকোপ থেকে বাঁচতে সম্প্রতি তৃতীয় ধাপের লকডাউন ঘোষনা করেছে ভারত সরকার। কিন্তু এই লকডাউন একবার উঠে গেলেই ফিরে আসতে পারে শ্রমিকদের দীর্ঘ সময়ব্যাপী কাজ। অন্তত ৬টি রাজ্য এমনই নির্দেশিকা জারি করেছে। বর্তমানে শ্রমিকদের কাজ করার সময়সীমা দিনে ৮ ঘন্টা। কিন্তু লকডাউনের পর তা বেড়ে হতে পারে ১২ ঘন্টা।
প্রাইভেট কোম্পানিগুলিকে আশ্বস্ত করতে এরকমই নির্দেশিকা জারি করেছে বেশ কিছু রাজ্য সরকারগুলি, যাতে অল্প সংখ্যক শ্রমিক নিয়ে কাজ করেও তাদের লোকসানের সম্মুখীন হতে না হয়।

রাজস্থান সরকার এই নির্দেশিকা জারি করেছে ১১ই এপ্রিল। তারা জানিয়েছে এমন নির্দেশিকার কারণ বর্তমান পরিস্থিতিতে যাতে ৩৩ শতাংশ শ্রমিকদের নিয়েও কোম্পানিগুলোর কাজ করতে কোন অসুবিধা না হয়।
গুজরাট সরকার ১৭ই এপ্রিল নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকাতে এও বলা আছে প্রতি ৬ ঘন্টা অন্তর শ্রমিকদের বিরতি দিতে হবে।
এই পদক্ষেপ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কারণ এই নিয়ম বিশ্ব এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের নির্দেশিকাকে লঙ্ঘন করে। ১৯২১ সালে গৃহীত নির্দেশিকায় পরিষ্কার বলা আছে শ্রমিকদের কাজের সময় সীমা দিনে সর্বাধিক আট ঘন্টা।