Ladakh Violence 2025: কোথায় গেল অমিত শাহের প্রতিশ্রুতি? প্রশ্ন সোনম ওয়াংচুকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে আন্দোলন চলছে লাদাখে। শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হিংসার চেহারা নেয়। জানা গিয়েছে, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। লাদাখে কার্ফু জারি হয়েছে। এই পরিস্থিতিতে অশান্ত লাদাখ নিয়ে বিবৃতিতে মোদী সরকারের অভিযোগ, সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) উস্কানিতেই আম জনতা আন্দোলন চালিয়েছে, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি। বিক্ষোভকে জেন জি আন্দোলন বলেও দাগিয়ে দেওয়া হয়েছে। পাল্টা সোনম ওয়াংচুক বলেন জেন জি নয়, বলুন যুব সম্প্রদায়।
কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছে সোনম, “আমাদের দেশদ্রোহী বলা হচ্ছে। যাঁরা দেশের জমি চীনকে দিয়ে দিচ্ছে তাঁরা দেশদ্রোহী না-কি যাঁরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমাদের দেশের জমি চীনে চলে যাচ্ছে, তাঁরা দেশদ্রোহী?” লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ তাও নিয়েও গান গেয়ে খোঁচা দিয়েছেন সোনম। প্রশ্ন করেছেন, “কেয়া হুয়া তেরা ওয়াদা?”
আন্দোলন প্রসঙ্গে সোনম বলছিলেন, “গত পাঁচ বছর ধরে চলে আসা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, কেন হঠাৎ করে অশান্ত হল? বুধবার ছিল অনশনের ১৫তম দিন। ২০ তারিখ নাগাদ প্রশাসন বলে ৫ অক্টোবর বৈঠক হবে। তার মানে তারা চাইছিল ততদিন পর্যন্ত অনশন করতে করতে প্রাণ হারাক লাদাখবাসী। ইচ্ছাকৃতভাবে এত দেরিতে বৈঠকের জন্য ক্ষিপ্ত হচ্ছিলেন সাধারণ লাদাখবাসী। তার উপর গত কয়েকদিন ধরেই আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, আমরা শুনতে পাচ্ছি যুব সম্প্রদায় উত্তপ্ত হচ্ছে। তবু ওরা কোনও সতর্কতামূলক পদক্ষেপ নেয়নি। উল্টে আমাদের কাছে খবর আছে, অনেকেই যুবদের উস্কানি দিচ্ছিল।”
লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন, লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক লোকসভা আসন ইত্যাদির দাবিতে তিনি বারবার অনশন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।