নার্সিং-প্যারামেডিক্যালে সফল রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

November 20, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬: পেশাগত শিক্ষায় বড় সাফল্য। রাজ্যের প্রায় এক লক্ষ তরুণ-তরুণীর জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) পরীক্ষায় সফল হয়েছে। উচ্ছসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সমাজমাধ্যমে আজ উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, “এবার লাখখানেক তরুণ-তরুণী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর বিভিন্ন পরীক্ষায় সদ্য সফলভাবে পাস করে এই মুহূর্তে কাউন্সেলিং-এর মধ্য দিয়ে যাচ্ছেন, নার্সিং ও প্যারামেডিকেল শিক্ষার নানা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। আমি এই প্রায় এক লক্ষ সফল তরুণ-তরুণীকে ও তাদের শিক্ষক-শিক্ষিকা তথা অভিভাবক-অভিভাবিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

তিনি আরও উল্লেখ করেছেন, “ANM, GNM ইত্যাদি পেশায় এই সফল পরীক্ষার্থীরা যুক্ত হবেন বাংলার স্বাস্থ্য ক্ষেত্রকে আরও দক্ষ ও কুশলী করার উদ্দেশ্যে।”

মমতার বক্তব্য, পেশাগত শিক্ষা, চাকরির সুযোগ এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নতি এখন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। নতুন প্রজন্মের এই অগ্রগতি ভবিষ্যতের স্বাস্থ্যক্ষেত্রকে আরও দক্ষ করে তুলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen