দুর্গাপুজোয় লক্ষ্মী লাভ! বাংলাজুড়ে ব্যবসার অঙ্ক ছুঁল ৫০ হাজার কোটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: এবারেও দুর্গাপুজোয় লক্ষ্মী এসেছে বাংলার ঘরে। উপচে পড়েছে বাণিজ্য। অর্থনীতিরও এক বিশাল চালিকাশক্তি হয়ে উঠেছে বাংলার দুর্গাপুজো। ২০২৫ সালের হিসেব বলছে, এবারের পুজোয় রাজ্যজুড়ে ব্যবসার অঙ্ক একলাফে বেড়ে পৌঁছেছে ৫০ হাজার কোটি টাকায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবার ১০-১৫ শতাংশ বৃদ্ধি হয়েছে বাণিজ্যে।
বিশেষজ্ঞদের মতে, কর্পোরেট স্পনসরশিপ, শপিং মলে মানুষের ভিড়, ভোগ্যপণ্যে ব্যয়ের প্রবণতা এবং মানুষের মধ্যে উৎসব ঘিরে ইতিবাচক মনোভাব-এই সবই মিলিয়ে অর্থনীতিতে এমন লাফ।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এবারের দুর্গাপুজোয় রাজ্যের অর্থনীতি আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। যদিও নির্দিষ্ট পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি, তবে তিনি মনে করছেন যে অর্থনৈতিক কার্যকলাপের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সমস্ত দপ্তর থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরই সঠিক অঙ্ক নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এবারে বিদ্যুতের চাহিদা ১২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে, যা গতবার ছিল ৯৯১২ মেগাওয়াট। অর্থাৎ, বিদ্যুৎ খাতেও লভ্যাংশ বাড়ার সম্ভাবনা প্রবল।
নিম্নচাপের আশঙ্কা থাকলেও প্রকৃতির তাণ্ডব সেভাবে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং যত বেশি মানুষ পথে নেমেছেন, ততই বেড়েছে কেনাকাটা, বিনিয়োগ, এবং সামগ্রিক বাণিজ্য।
২০২৪ সালে যেখানে মোট ব্যবসা ছিল প্রায় ৪২ হাজার কোটি, সেখানে এবারে তা ৪৬-৫০ হাজার কোটির মধ্যে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।