ললিত মোদীর ইন্সটায় ছবি, বায়ো বদল, উধাও সুস্মিতার ছবি, কারণ কী?

এর পরেই সুস্মিতাকে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে দেখা গেছে বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে। এর পরেই দেখা গেল ললিত মোদীর ইন্সটায় ছবি এবং বায়ো বদল।

September 6, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিজের ইনস্টাগ্রাম থেকে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তোলা ছবি সরিয়ে দিলেন ললিত মোদী। সেখানে পরিবর্তন করেছেন নিজের বায়োও। আর তারপরেই শুরু হয়েছে নানা রকম জল্পনা। দু-মাসের মধ্যেই কী সম্পর্কের চির ধরল? বিয়ে হবে না ললিত-সুস্মিতার? এই প্রশ্নে এখন জেরবার সামাজিকমাধ্যম।

Sushmita Sen posts breathtaking vacay pics, Lalit Modi comments

তবে এই বিষয়ে এখনো ললিত মোদী (Lalit Modi) কিংবা সুস্মিতা সেনের মধ্যে কেউই খোলসা করে কোনও রকম ইঙ্গিত দেননি।। গত দুমাস আগে জুলাই মাসে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান সুস্মিতা সেন (Sushmita Sen) ও ললিত মোদী। সোশ্যাল মিডিয়ায় তাদের বেড়াতে যাওয়ার ছবি প্রকাশ করে নতুন সম্পর্কের কথা জানান দুজনেই।

এর পরেই সুস্মিতাকে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে দেখা গেছে বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে। এর পরেই দেখা গেল ললিত মোদীর ইন্সটায় ছবি এবং বায়ো বদল। প্রাক্তন বিশ্বসুন্দরীকে কী তাহলে আটকাতে না পেরেই এই কাজ? উত্তর খুঁজছে গসিপপ্রিয় মানুষ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen