RJD: বিহারে লজ্জাজনক হারের পরের দিনই ‘পরিবার ত্যাগ’ করলেন লালু-কন্যা রোহিনী আচার্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.১০: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections) মহাজোটের লজ্জাজনক পরাজয়ের পরের দিনই আরজেডি প্রধান তেজস্বী যাদবের (Tejaswi Yadav) বোন এবং লালু প্রসাদের (Lalu Prasad Yadav) কন্যা রোহিনী আচার্য (Rohini Acharya) শনিবার ঘোষণা করলেন যে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এবং নিজের পরিবার থেকেও নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, তিনি রাজনীতি এবং পরিবারকে ছেড়ে দিচ্ছেন এবং এটাই নাকি সঞ্জয় যাদব (Sanjay Yadav) ও রমিজের (Rameez) মনোবাসনা ছিল, এবং সম্পূর্ণ দায় তিনি নিজেই নিচ্ছেন।
আরজেডির অন্যতম খারাপ নির্বাচনী ফলের প্রেক্ষাপটে তাঁর এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। লালুর দল মাত্র ২৫টি আসন পেয়ে বিপর্যস্ত হওয়ার পর রোহিনীর হঠাৎ এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার দিল্লিগামী বিমানে ওঠার আগে পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনী ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, তাঁর কোনও পরিবার নেই, এবং সকল প্রশ্ন করা উচিত সঞ্জয় যাদব, রমিজ ও তেজস্বী যাদবকে।
এবার প্রথম নয় যে রোহিনী ও সঞ্জয় যাদবের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। গত বছর সারণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে পরাজয়ের পর থেকেই রোহিনী দলের ভেতরে নিজের প্রভাব কমে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও পরে সেই জল্পনা উড়িয়ে দেন সবাই। নির্বাচনী ভরাডুবির পর রোহিনীর বিস্ফোরক সিদ্ধান্তে আরজেডির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে।