Tej Pratap Yadav: বিহারে নির্দল হিসেবে লড়বেন লালুর ‘বহিষ্কৃত’ ছেলে তেজ প্রতাপ

তেজ প্রতাপ মহুয়া থেকেই ২০১৫ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। হাসানপুরের পর এবার তিনি আবার নিজের পুরনো কেন্দ্রে ফিরে যেতে চাইছেন।

July 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Lalu's 'expelled' son Tej Pratap to contest as independent in Bihar
Lalu’s ‘expelled’ son Tej Pratap to contest as independent in Bihar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১২: বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav) আগামী বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) বিহারের বৈশালীর (Vaishali) মহুয়া (Mahua) আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিজের বাবার দল, রাষ্ট্রীয় জনতা দল (RJD) থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে তিনি সমস্তিপুর (Samastipur) জেলার হাসানপুর (Hasanpur) আসনের বিধায়ক (MLA)। তেজ প্রতাপকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করেন তার বাবা ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।

গত ২৫শে মে তেজ প্রতাপ ফেসবুকে পোস্ট করেন যে, তিনি অনুষ্কা নামক এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন। পরে অবশ্য তিনি পোস্টটি ডিলিট করে বলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং এটি তার নিজের লেখা নয়।

এই ঘটনার জেরে শুধু দল থেকেই নয়, ব্যক্তিগতভাবেও ছেলেকে দূরে ঠেলে দেন লালু। তিনি বলেন, তেজ প্রতাপের “দায়িত্বজ্ঞানহীন আচরণ” পার্টির মর্যাদা ক্ষুণ্ণ করছে।

এই সিদ্ধান্তে তেজ প্রতাপ আঘাত পেলেও, রাজনীতি ছাড়েননি। বরং নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে নিজের রাজনৈতিক জমি আবার শক্ত করতে চাইছেন।

তেজ প্রতাপ মহুয়া থেকেই ২০১৫ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। হাসানপুরের পর এবার তিনি আবার নিজের পুরনো কেন্দ্রে ফিরে যেতে চাইছেন – তবে এবার আরজেডি ছাড়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen