দার্জিলিংয়ে ধস, মৃত ২

পাহাড়ে মাটি আলগা হয়ে দুর্ঘটনা।

June 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সারাদিন, সারারাত টানা বৃষ্টি। পাহাড়ে মাটি আলগা হয়ে দুর্ঘটনা। কালিম্পংয়ের (Kalimpong) সেবক-রংপো রুটের ভালুখোলার কাছে রেললাইনের কাজ চলাকালীন টানেলে নামল ধস। মাটি চাপা পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের, আহত ৫। এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গের এক বেসরকারি হাসপাতালে। বাকি তিনজন ভরতি কালিম্পং জেলা হাসপাতালে।

সাম্প্রতিক কালে পাহাড়ে এভাবে টানেলে ধস (Landslide) নেমে মৃত্যুর ঘটনা বিশেষ ঘটেনি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। দুর্ঘটনার পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।

সেবক (Sevak) থেকে রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে দিন কয়েক ধরে। রাতেও কাজ চলছিল টানেলে। বৃহস্পতিবার রাতে রংপোর কাছে ভালুখোলায় কাজ করছিলেন ৭ জন শ্রমিক। আচমকাই টানেলে ধস নামে। ভূগর্ভ থেকে বেরতে পারেননি তাঁরা। ফলে মাটি চাপা পড়ে সেখানেই ২ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ৫ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মৃত ও আহত শ্রমিকরা সকলেই স্থানীয় বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেছেন, সাম্প্রতিককালে টানেলে ধস নেমে প্রাণহানির ঘটনা ঘটেনি আগে। কেন এই দুর্যোগ পরিস্থিতিতেও রাতে কাজ করানো হচ্ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen