প্রবল বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস, বন্ধ সিকিম-বাংলা যোগাযোগ
ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি আধিকারিকরা।
Authored By:

রবিবার থেকে একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাহাড়ে ধস নেমছে। মঙ্গলবার সকালে কালিম্পঙের কালিঝোরার বিরিকধারায় ধস নামে। এর ফলে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। রাস্তায় দাঁড়িয়ে পড়ে সিকিমগামী সমস্ত গাড়ি। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি আধিকারিকরা। শুরু হয় ধস সরানোর কাজ। তবে মাঝেমাঝেই বৃষ্টি নামায় বাধাপ্রাপ্ত হচ্ছে ধস সরানোর কাজ। যানজট আরও ব্যাপক আকার নিচ্ছে। অন্য রাস্তা দু’পাশের গাড়ি ঘুরিয়ে ছাড়ার চেষ্টা চালানো হচ্ছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।