অসমে জুবিন গার্গকে শেষ শ্রদ্ধাঞ্জলি, শুধু তাঁরই ছবি ‘রই রই বিনালে’ প্রদর্শনে মুখর রাজ্য

October 31, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:১৩: আজ থেকে অসমের সমস্ত প্রেক্ষাগৃহে একটিই ছবি— ‘রই রই বিনালে’। প্রয়াত গায়ক, অভিনেতা এবং আসামের সাংস্কৃতিক প্রতীক জুবিন গার্গের শেষ ছবি আজ মুক্তি পেল, আর তাতেই আবেগে ভাসছে গোটা রাজ্য। প্রায় দুই দশকের স্বপ্নপূরণ হলো আজ— এই ছবিই ছিল জুবিনের হৃদয়ের সবচেয়ে কাছের প্রজেক্ট।

পরিচালক রাজেশ ভূঞা আবেগঘন কণ্ঠে বলেন, “এটা শুধু একটা সিনেমা নয়, জুবিনের আত্মার এক অংশ। উনি সবসময় চেয়েছিলেন এমন একটা ছবি, যেখানে থাকবে ভালোবাসা, সুর আর মানবতা— কোনো সহিংসতা নয়।” ছবিতে জুবিন অভিনয় করেছেন এক দৃষ্টিহীন সংগীতশিল্পীর ভূমিকায়— যা অনেকেই বলছেন, তাঁর নিজের জীবনের প্রতীক।

জুবিন গার্গের মৃত্যুর পর তাঁর অসমাপ্ত কাজ শেষ করেছেন সংগীত পরিচালক পরণ বরকটোকি। তিনি বলেন, “জুবিনদা নিজেই এই ব্যাকগ্রাউন্ড মিউজিক করার কথা ছিল। ওঁকে ছাড়া শেষ করা ছিল জীবনের সবচেয়ে কঠিন কাজ।”

চিত্রনাট্যকার রাহুল গৌতম শর্মা জানান, “এই ছবির প্রতিটি দৃশ্যেই জুবিনের উপস্থিতি টের পাওয়া যায়— তাঁর শিল্প, শান্তি আর মানবতার দর্শন।”

আসাম সরকারও এগিয়ে এসেছে এই শ্রদ্ধার উৎসবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এই ছবির থেকে আসা সমস্ত জিএসটি রাজস্ব যাবে জুবিনের প্রতিষ্ঠিত কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন-এর তহবিলে, যা সুবিধাবঞ্চিত শিল্পীদের সহায়তা করে।

অসমের ৮৫টি সিনেমা হলে একযোগে মুক্তি** পেয়েছে ‘রই রই বিনালে’। আসাম সিনেমা হল ওনার্স অ্যাসোসিয়েশনের রাজীব বরা জানিয়েছেন, “প্রথম সপ্তাহেই সব শো হাউসফুল। কিছু পুরনো সিনেমা হল আবার খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র এই ছবির জন্য।”

আবেগ, ভালোবাসা আর সংগীতের এই সিনেমা এখন আসামের হৃদস্পন্দন। ‘রই রই বিনালে’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি এক শিল্পীর প্রতি আসামের অনন্ত ভালোবাসার উৎসব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen