প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র: অজানা ১০ তথ্য যা ভক্তদেরও চমকে দেবে

November 24, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ভারতের চলচ্চিত্র ইতিহাসে ধর্মেন্দ্র এমন এক নাম, যার জনপ্রিয়তা প্রজন্ম পেরিয়ে আজও অটুট। রোম্যান্স, অ্যাকশন, কমেডি, প্রত্যেক ঘরানায় সমান দক্ষ এই অভিনেতাকে দর্শকরা আদর করে ডাকেন ‘হি-ম্যান অফ বলিউড’। কিন্তু তাঁর জীবন ও কেরিয়ার ঘিরে এমন কিছু তথ্য আছে, যা অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক ধর্মেন্দ্রকে নিয়ে ১০টি চমকপ্রদ তথ্য। তাঁর প্রয়াণে শোকের ছায়া সারা দেশে।

১. ধর্মেন্দ্র তাঁর আসল নাম নয়

পাঞ্জাবের লুধিয়ানা জেলার সাহনেওয়াল গ্রামের ছেলে ধর্মেন্দ্রর নাম আসলে ধরম সিং দেওল। চলচ্চিত্রে পা রাখার সময় তিনি ‘ধর্মেন্দ্র’ নাম গ্রহণ করেন, যা আজ কিংবদন্তি।

২. লাইফ ম্যাগাজিনে স্থান পাওয়া কয়েকজন ভারতীয়ের একজন

যুবক অবস্থায় ফিল্মফেয়ারের এক ট্যালেন্ট কনটেস্টে নিজের ছবি পাঠিয়েছিলেন ধর্মেন্দ্র। সেই ছবিগুলো এতটাই নজরকাড়া ছিল যে পরে Life Magazine-এ তাঁকে “India’s Handsome New Face” হিসেবে উল্লেখ করা হয়।

৩. এক বছরে সর্বাধিক হিন্দি ছবিতে অভিনয়ের রেকর্ড

১৯৭১ সালে তিনি রেকর্ড ৯টি ছবিতে অভিনয় করেন, যার বেশিরভাগই হিট।

৪. নিজের স্টান্ট নিজেই করতেন

অ্যাকশনে ধর্মেন্দ্র ছিলেন নিঃসন্দেহে পথিকৃৎ। ছাদ থেকে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে চলন্ত ট্রেনে অ্যাকশন, সব তিনি করতেন ডুপ্লিকেট ছাড়াই। তাঁর কথায়, “স্টান্টম্যান ক্লান্ত হয়ে যেত, আমি নিজেই স্টান্ট করতাম।”

৫. শোলেতে ভূমিকা বদল করতে চেয়েছিলেন

শোলেতে বীরুর ভূমিকায় অভিনয় করলেও প্রথমদিকে তিনি ঠাকুর কিংবা গব্বরের চরিত্র করতে আগ্রহী ছিলেন। কিন্তু নির্মাতাদের জেদে তিনি শেষ পর্যন্ত হন বীরু, যিনি আজও দর্শকদের প্রিয়।

৬. হেমা মালিনীর সঙ্গে দৃশ্য বাড়াতে ‘ঘুষ’ দিতেন স্পটবয়দের!

শোলের শুটিং চলাকালীন হেমা মালিনীর প্রতি তাঁর আকর্ষণ এতটাই ছিল যে, স্পটবয়দের নাকি তিনি ২০ টাকা করে দিতেন, যাতে তারা ইচ্ছাকৃত ভুল করে শট নষ্ট করে, আর তিনি আবার হেমার সঙ্গে দৃশ্যটি করতে পারেন!

৭. বহুমুখী অভিনয়ের অনন্য উদাহরণ

রোম্যান্স (সত্যকাম), অ্যাকশন (ধরম ভীর), কমেডি (শোলে), প্রত্যেক ক্ষেত্রেই ছিলেন সমান দক্ষ। এমন বহুমাত্রিক অভিনেতা বলিউডে খুব কমই ছিলেন।

৮. মাটির মানুষ ধর্মেন্দ্র

চলচ্চিত্র জগতের মাঝে থেকেও তিনি নিজের পরিচয় দিতে ভালোবাসেন চাষি হিসেবে। লোনাভালার ফার্মহাউসে সময় কাটানো, ক্ষেত-খামারে কাজ করা, এসবই ছিল তাঁর নিত্যদিনের অভ্যাস।

৯. ২০১২ সালে পদ্মভূষণ সম্মান

ভারতীয় সিনেমায় অপরিসীম অবদানের জন্য তিনি ২০১২ সালে পদ্মভূষণ পুরষ্কারে সম্মানিত হন।

আজ, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেপ্রেমী মহলে। দৃষ্টিভঙ্গি শ্রদ্ধা জানায় কিংবদন্তি অভিনেতাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen