SIR-র কবলে বিধায়ক-পুত্র! মৃত তাপস সাহার পরিবারে নোটিশ পাঠাল কমিশন

January 16, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৬: কিছুতেই কাটছে না SIR নিয়ে জটিলতা। এর আগে শাসকদলের একাধিক নেতার কাছে পৌঁছেলিল নোটিশ। এবার কমিশনের নোটিস পৌঁছল তেহট্টের সদ্য প্রয়াত বিধায়ক তাপস কুমার সাহার (Tapas Kumar Saha) বাড়িতে। বিধায়কের ছেলে সাগ্নিক সাহাকে (Sagnik Saha) শুনানির জন্য তলব করেছে কমিশন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, বুধবার বিকেলে সাগ্নিক সাহার কাছে এই শুনানির নোটিস পাঠায় নির্বাচন কমিশন। সাগ্নিক পেশায় একজন চাকুরিজীবী। তিনি বেঙ্গালুরুতে একটি সংস্থায় কর্মরত। সরাসরি রাজনীতির সঙ্গে তাঁর কোন‌ও যোগ নেই। গত ১৫ মে, ২০২৫-এ বাবা তাপস সাহার মৃত্যুর পর তিনি বর্তমানে তেহট্টের কড়ুইগাছিতে নিজের বাড়িতেই থাকছিলেন। এর মধ্যেই হঠাৎ নাগরিকত্ব প্রমাণের নোটিস আসায় হতবাক বিধায়ক-পুত্র।

এ বিষয়ে সাগ্নিক সাহা আক্ষেপের সুরে বলেন, “আমার বাবা এই রাজ্যের দু’বারের বিধায়ক ছিলেন। দেশের মধ্যে একটি পরিচিত রাজ্যের জনপ্রতিনিধির ছেলেকে এখন প্রমাণ দিতে হচ্ছে তিনি ভারতীয় নাগরিক কিনা। এটা একেবারেই বাঞ্ছনীয় নয়।”

রাজ্য রাজনীতিতে তাপস সাহা ছিলেন পরিচিত মুখ। ২০১৬ সালে পলাশিপাড়া এবং ২০২১ সালে তেহট্ট বিধানসভা থেকে তৃণমূলের হয়ে জয়লাভ করে দু’বার বিধায়ক হয়েছিলেন তিনি। বাবার মৃত্যুর শোকের মধ্যেই এমন নোটিস পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাগ্নিক।

প্রয়াত বিধায়কের পরিবারের সদস্যকে এভাবে SIR-র আওতায় আনায় রাজনৈতিক মহলে ও কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen