JNU-তে ফিকে বামেদের দাপট, উত্থান ABVP-র!

যুগ্ম সম্পাদক পদে জিতেছেন সঙ্ঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির প্রার্থী।

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জেএনইউ’তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছাত্র সংসদের মূল চারটি পদের তিনটিতেই জিতলেন নকশালপন্থী ছাত্র জোটের প্রার্থীরা। অন্য দিকে, যুগ্ম সম্পাদক পদে জিতেছেন সঙ্ঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির প্রার্থী। এই জয়ের ফলে জেএনইউয়ের ভোটে ন’বছর পর খাতা খুলল এবিভিপি।

গত শুক্রবার ছিল জেএনইউয়ের ছাত্র সংসদের নির্বাচন। নির্বাচনে অংশগ্রন করেন প্রায় সাড়ে পাঁচ হাজার পড়ুয়া। রবিবার ছিল ভোট গননা। সোমবার ভোরে জেএনইউএসইউ নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। যুগ্ম সম্পাদক পদে প্রায় একদশকের খরা কাটিয়ে জেতেন এবভিপির প্রার্থী বৈভব মীনা। তবে ভোট গণনার সময় হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষপর্যন্ত ছাত্র সংসদের সভাপতি পদে জয় লাভ করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(আইসা)-এর নীতীশ কুমার । ১,৭০২ ভোট পান তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী এবিভিপি শিখা স্বরাজ পেয়েছেন ১,৪৩০ ভোট। ১,১৫০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জয়লাভ করেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর মনীষা। তাঁর প্রতিদ্বন্ধি এবিভিপির নিতু গৌতমের ভাগ্যে জোটে ১,১১৬ ভোট। ১,৫২০ ভোট পেয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে জিতেছেন ডিএসএফ-এর প্রার্থী মুনতেহা ফাতিমা। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো এবভিপির কুনাল রাই পেয়েছেন ১,৪০৬ ভোট।

প্রসঙ্গত, চলতি বছরের জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে আইসা এবং ডিএসএফ জোট করলেও এসএফআই, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), বিরসা অম্বেডকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বাপসা) এবং পিএসএ পৃথক জোট গড়ে লড়াইয়ের ময়দানে নামে। অপরদিকে স্বাধীন ভাবে প্রতিদ্বন্ধিতা করেও একটি পদে জয়লাভ সহ অন্য তিনটি পদেই উল্লেখযোগ্য সংখ্যায় ভোট পেয়ে রীতিমত উচ্ছ্বসিত এবিভিপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen