৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি হাল্ক হোগান

গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। বেশ কয়েক বার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। তার পরেই তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল।

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Legendary Hulk Hogan passes away at the age of 71
Legendary Hulk Hogan passes away at the age of 71

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০৫: পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান (Hulk Hogan) নামে বিশ্বজুড়ে পরিচিত, আর নেই। বৃহস্পতিবার ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। ফ্লরিডার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হন হোগান। তাঁর পরিবারের লোকেরা ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান। জরুরি পরিষেবাও তাঁর প্রাণ বাঁচাতে পারেনি।

গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। বেশ কয়েক বার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। শোনা গিয়েছিল, অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন তিনি। কিন্তু তাঁর স্ত্রী সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। তার পরেই তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল।

হোগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE)। এক বিবৃতিতে ডব্লুডব্লুই লিখেছে, ‘ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে ডব্লুডব্লুই।’

১৯৮০-এর দশকে রেসলিংয়ের ‘সোনালি যুগে’ হোগান ছিলেন পোস্টারবয়। তাঁর বিখ্যাত সংলাপ ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি—‘২৪ ইঞ্চি পাইথন’—তাঁকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen