জানা অজানায় হেমন্ত

হেমন্তের প্রথম হিন্দি গান ছিল ‘কিতনা দুখ ভুলায়া তুমনে’ এবং ‘ও প্রীত নিভানেওয়ালি’, যা কলাম্বিয়া থেকে ১৯৪০ মুক্তি পেয়েছিল। গান দুটির সুরকার ছিলে কমল দাশগুপ্ত, কথা লিখেছিলেন ফৈয়াজ হাশমি।

June 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ ভারতীয় সঙ্গীতজগতের অন্যতম কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের ১০২তম জন্মদিন। জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য।

গায়ক হেমন্ত ছিলেন তদানিন্তন বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট আধুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

ইঞ্জিনিয়ার হেমন্ত জীবনের প্রথমে ভেবেছিলেন লেখক হবেন। দেশ পত্রিকায় তাঁর গল্পও প্রকাশিত হয়েছিল।

কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিককে গুরু মানতেন হেমন্ত। হেমন্তের গানে পঙ্কজ মল্লিকের প্রভাব এতটাই ছিলে যে তাঁকে ছোট পঙ্কজ বলেও ডাকা হত।

বাল্যবন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় উৎসাহেই ১৯৩৫ সালে প্রথম অল ইন্ডিয়া রেডিওর জন্য গান রেকর্ড করেন হেমন্ত। গানটি ছিল, ‘আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী’।

১৯৩৭ সালে প্রথম রেকর্ড ‘কলম্বিয়া’ থেকে মুক্তি পায়। গান দুটি ছিল, ‘জানিতে যদি গো তুমি’ এবং ‘বলো গো বলো মোরে’।

১৯৪০ সালে ‘নিমাই সন্ন্যাস’ সিনেমায় গায়ক হিসেবে প্রথম কণ্ঠদান।​

হেমন্তের প্রথম হিন্দি গান ছিল ‘কিতনা দুখ ভুলায়া তুমনে’ এবং ‘ও প্রীত নিভানেওয়ালি’, যা কলাম্বিয়া থেকে ১৯৪০ মুক্তি পেয়েছিল। গান দুটির সুরকার ছিলে কমল দাশগুপ্ত, কথা লিখেছিলেন ফৈয়াজ হাশমি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen