বেঙ্গল সাফারি পার্কে চিতাবাঘ শচীনের মৃত্যু

উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র থেকে দু’টি চিতাবাঘ বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়।

December 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের চিতাবাঘ শচীনের মৃত্যু হয়েছে। এই চিতাবাঘটিই (Leopard) একসময়ে ফেন্সিং টপকে পালিয়ে সংবাদের শিরোণামে এসেছিল। বাইরে শিকার করে খাবার সংগ্রহ করতে না পারায় অবশেষে সে নিজেই খাঁচায় ফিরে আসে।

সাফারি পার্ক (Bengal Safari Park) সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণে শচীনের মৃত্যু হয়। বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, বেশ কিছুদিন ধরে চিতাবাঘটি অসুস্থ ছিল। খাওয়াদাওয়া কম করছিল। এজন্য তার চিকিৎসা চলছিল। শনিবার দুপুরে বাঘটি মারা যায়। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র থেকে দু’টি চিতাবাঘ বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। তাদের একটির নাম ছিল শচীন, অন্যটির নাম সৌরভ। এখন পার্কে মোট চারটি চিতাবাঘ রয়েছে। বেঙ্গল সাফারির পশু চিকিৎসক ডাঃ নিক ডোলে বলেন, ক’দিন ধরেই চিতাবাঘটি অসুস্থ ছিল। আমরা চিকিৎসা করছিলাম। শচীনের বয়স ১০-১২ বছর। সেকারণে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে করছি। তবে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিতভাবে বলা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen