পুরো লকডাউন জুড়ে বন্ধ পাতিপুকুরের পাইকারি মাছ বাজার

৩রা মে অবধি বন্ধ থাকবে পাতিপুকুরের পাইকারি মাছবাজার। মাছ ব্যবসায়ী সমিতির তরফে এমনটাই জানানো হয়েছে। এই বাজার থেকে দমদম, উত্তর ২৪ পরগনা সহ কলকাতার অনেক জায়গাতেই মাছ সরবরাহ করা হয়। কিন্তু ভিড় বাড়ছে বাজারে।

April 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

৩রা মে অবধি বন্ধ থাকবে পাতিপুকুরের পাইকারি মাছবাজার। মাছ ব্যবসায়ী সমিতির তরফে এমনটাই জানানো হয়েছে। এই বাজার থেকে দমদম, উত্তর ২৪ পরগনা সহ কলকাতার অনেক জায়গাতেই মাছ সরবরাহ করা হয়। কিন্তু ভিড় বাড়ছে বাজারে।

পাতিপুকুরের পাইকারি মাছ বাজার প্রতীকী চিত্র

লকডাউনে অনেক পেশাই বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন পেশার মানুষ খুচরো মাছ বিক্রির আশায় এই বাজারে আসছে মাছ কিনতে। করোনা মোকাবিলায় বাড়তি নজরদারী রয়েছে করোনা সংক্রমনের উপর। তাই বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। 

এই মাছ বাজার বন্ধ হয়ে গেলে আশে পাশের এলাকায় মাছের যোগান অনেকটাই কমে যাবে বলে মনে করছে ব্যবসায়ী সমিতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen