গঙ্গাপাড়ের লোকসভা: নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূলের প্রচারে জমজমাট হুগলি-শ্রীরামপুর
এদিন প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও ছিলেন তৃণমূলের নেতা থেকে অগণিত কর্মীরা।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের বাজারে সরগরম হুগলির গঙ্গাপাড়ের দুই লোকসভা কেন্দ্র – হুগলি ও শ্রীরামপুর। ভোটের অন্তিম লগ্নে হেভিওয়েট নেতা-নেত্রীদের প্রচারে ক্রমশ বাড়ছে রাজনৈতিক পারদ। মঙ্গলবার, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ডোমজুড়ের মাকড়দহ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করেন।
দিনভর র্যালি, পথচলতি মানুষের সঙ্গে কথা, পথসভায় জমজমাট ছিল শ্রীরামপুর। তবে এদিন প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও ছিলেন তৃণমূলের নেতা থেকে অগণিত কর্মীরা।