Lok Sabha Election সপ্তম দফা: দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন ৫৩ জনের, সর্বাধিক নির্দল প্রার্থী যাদবপু্রে

তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফ এবং এসইউসি ছাড়াও কয়েকটি আসনে অনামী কয়েকটি দলের প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। আজ, বুধবার এই সমস্ত মনোনয়নপত্র পর্যবেক্ষণ করা হবে।

May 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের সপ্তম দফার আসনগুলির জন্য একগুচ্ছ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন মঙ্গলবার। দক্ষিণ ২৪ পরগনার নানা কেন্দ্রের প্রার্থীরা এ দিন মনোনয়নপত্র জমা দিলেন। আর এটা কেন্দ্র করে মিছিল, রোড-শো, পুজোপাট— সবই দেখা গেল। এক কথায়, মনোনয়ন-পর্বকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এ দিন ছিল কার্যত উৎসবের মেজাজ। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফ এবং এসইউসি ছাড়াও কয়েকটি আসনে অনামী কয়েকটি দলের প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। আজ, বুধবার এই সমস্ত মনোনয়নপত্র পর্যবেক্ষণ করা হবে।

মঙ্গলবার ছিল দক্ষিণ ২৪ পরগনার ৪ লোকসভা আসনে সব মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। এদিনই ছিল মনোনয়নপত্র পেশের শেষ দিন। একাধিক মনোনয়নপত্র পেশ করতে দেখা গিয়েছে অনেককেই। জেলার মধ্যে সর্বাধিক যাদবপুর লোকসভা আসনে ১৮ জন মনোনয়ন দিয়েছেন, এক্ষেত্রে নির্দল প্রার্থীর নিরিখেও যাদবপুর কেন্দ্র শীর্ষে রয়েছে। এখানে ১০ জন নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। (১০)। তাঁদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন ডামি প্রার্থী । ডায়মন্ডহারবার এবং জয়নগর কেন্দ্রে ৫ জন নির্দল প্রার্থী রয়েছেন। জেলার সবচেয়ে কম প্রার্থী ১১জন মনোনয়ন জমা দিয়েছেন মথুরাপুরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen