প্রার্থী হচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা? সঙ্গে মিমি এবং জুনও? তুঙ্গে জল্পনা
জল্পনা শুরু হয়েছে, অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে মেদিনীপুরের লোকসভার প্রার্থী হতে পারেন ।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভায় যে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) প্রার্থী হতে পারেন, সেই জল্পনা নতুন নয়। বিশাল টিআরপি ওলা টেলিভিশন শো ‘দিদি নম্বর ওয়ান’-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়া, এই জল্পনায় আরও আগুন লাগিয়েছিল। এবার নতুন জল্পনা, শুধু প্রার্থী হয় নয়, তিনি নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে, এমনই জল্পনা।
জল্পনা শুরু হয়েছে, অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে মেদিনীপুরের লোকসভার প্রার্থী হতে পারেন ।
এদিকে যাদবপুর না হলেও, হুগলী থেকে নাকি লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী, এরকম জল্পনাও হাওয়ায় ভাসছে। তবে যতক্ষণ তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ্যে আসছে, ততক্ষন জল্পনাই চলবে এনিয়ে।